মৃত্যুর ভয়
আল-আমিন রানা
*========*


এ ধরায় কত বিজ্ঞ ব্যক্তি , আছে কত বিজ্ঞানী !
কত শত বিজ্ঞানী কত অংক করে কত সূত্রের মাধ্যমে ,
পৃথিবীর তরে যত বড় বিজ্ঞ/বিজ্ঞানী যে কোনো গণিত-বিদ
যে অংকই করুক-না কেনো !
পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম "জীবন" ।
যে সূত্রে-ই প্রয়োগ করা হোক না কেন ,জীবনে মৃত্যু আসবেই ।
জন্মিলে মরিতে হবে অমর কে কথা মেনে নিতে হবে ,
প্রত্যেক প্রাণীকে-ই নিতে একদিন মৃত্যুর স্বাদ ,
এ মৃত্যুর ভয়ে আজ আমি অবসাদ ।
এই ধরণীর তরে ভীরু-রা মরার আগে বারে বারে মরে ।
সাহসী-রা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে ।
মৃত্যুর চেয়ে সুন্দর/উত্তম আর কিছুই হতে পারে না ।
তোমার মৃত্যু যদি স্বর্গীয় !