রক্ত দাও জীবন বাঁচাও
আল-আমিন রানা
*========*


রক্ত দাও , রক্ত দাও , রক্ত দাও , রক্ত দাও !
রক্তের প্রয়োজনে রক্ত দাও , একটি জীবন বাঁচাও ।
বাঁচাও একটি পরিবারের বেচে থাকার আশা ;
আমার শরীরের রক্ত আছে , তোমার ও আছে ভাই -
তব রক্ত লাল , আমারও ত তাই ,
আমি ভাবি একজন মানুষ আরেক জনের ভাই ।
সর্ব লোকের রক্ত ই যে হুত লাল-
এক ভাই/বোনের প্রয়োজনে অন্যকে ধরতেই হবে হাল ।


রক্ত দাও , রক্ত দাও , রক্ত দাও , রক্ত দাও !
রক্তের প্রয়োজনে রক্ত দাও , একটি জীবন বাঁচাও ।
আমার প্রয়োজনে তুমি আসবে এগিয়ে ,
তব প্রয়োজনে যাবো আমি ।
মানুষ ই ত মানুষের জন্য ,
সবাই সবার পাশে থাকার চেষ্টা করলে ,
সকলেই হবো ধন্য ।
তব শরীরের ক্ষানিক একটু রক্ত যদি হয় -
অন্যের জীবন বাঁচার উপায় ,
তাহলে এগিয়ে আসি ভাই ,
সকলেরে এগিয়ে আসতে উৎসাহ জাগাই ।
হিন্দু , মুসলিম , বৌদ্ধ , খৃষ্টান সবাই ত মানুষ !
ছেলে , মেয়ে , মহিলা পুরুষ , শিশু আর বৃদ্ধ ;
সকলের শরীরেই ত বহে একই রঙের রক্ত ।
মম , তব শরীরের ক্ষানিক একটু রক্ত যদি হয় -
অন্যের জীবন বাঁচার উপায় ,
তাহলে এগিয়ে আসি ভাই ,
সকলেরে এগিয়ে আসতে উৎসাহ জাগাই ।