সঠিক জ্ঞান দাও প্রভু
আল-আমিন রানা
*========*


কোন কারিগর , দয়ার সাগর , তুমি দয়াময় !
সৃষ্টি করেছো মানব রূপে দেহে দিয়েছো প্রাণ , আছে তার ক্ষয় ।
অনুপম সৃষ্টি তব কি অপরূপ তোমার মহিমা !
সুন্দর সৃষ্টিতে তুমি প্রভু সাজিয়েছ ভুবন ,
মিছে মিছে তুমি কর নাই সৃষ্টি এ বিশ্ব ভুবন ।
আমি নাদান আমরা নাদান , নাদান মানব জাতি ,
এই মানব জাতি রে তুমি করেছো প্রভু সর্ব কালের সেরা জাতি ;
আল্লাহ তুমি , প্রভু তুমি , তুমি দয়াময় সর্বশক্তিমান জাত !
আমি নাদান , আমরা নাদান , নাদান মানব জাত ।
সঠিক জ্ঞান দাও প্রভু পাই যে তব অন্বেষণে ,
রাসুলের সুন্নত জেনো আমার অঙ্গে হয় জ্ঞাপন ।
এ ধরা কে তুমি অনঅস্তিস্থ থেকে অস্তিত্বে দিয়েছো রূপ ,
ক্ষণে ক্ষণে মানব আমরা কিছুই বুঝি না ,
হয়ে যাই নিশ্চুপ ।
কোন কারিগর , দয়ার সাগর , তুমি দয়াময় !
মানব জাতি কে করো ক্ষমা ,প্রভু তুমি দাও হেদায়েত ;
শয়তান জাতি দিচ্ছে ধোঁকা আমরা মানব হচ্ছি বোকা ।
দয়াময় প্রভু দাও হেদায়েত , ক্ষমা করো আমাদের ।