ফাল্গুনের শুভেচ্ছা
আল-আমিন রানা
*========*


ঋতুরাজ বসন্ত আসলো বুঝি ,
এই ফাল্গুনের ডানায় !
পরম পরশে তার , প্রকৃতি আজ
ভর লো কানায় কানায় ।
রক্তিম রং যেন লাল রং এ লাল ,
শিমুল গাছের ডালে
ফাগুন সেথায় দোলে ।


ঋতুরাজ  বসন্তের রূপের বানী
গুন-গু নিয়ে বলে ।
কোকিলের ই কুহু সুরে ,
মাতুক তোমার হিয়া
বসন্তকে করো বরন
রং বাসন্তী দিয়া !
ক্ষুদে বার্তায় সে রং দিনু তোমার মুঠো ভরে ,
ছড়িয়ে দিও সবটুকু তার ,
সকল প্রিয় জনে !