এ কোন স্বাধীনতা আমি পেলাম
আল-আমিন রানা
*========*


কবিতাটি লেখা: ১৮-০৪-২০১৮
কবিতা লেখার পূর্বে প্রিয় ফয়জুল মহী সাহেব ভাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কবি ফয়জুল মহী ভাই কে জানাই অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ, কবিতার আসর থেকে অনেক কবির কবিতা ই আমি পাঠ করি, অনেক কবিতার ভিড়ে প্রিয় কবি ফয়জুল মহীর একটি কবিতা ও আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আমি আমার এই কবিতা টি লিখলাম।
প্রিয় কবি ফয়জুল মহী সাহেব আমার কবিতা আমি উৎসর্গ করলাম আপনাকে,


আমি আল-আমিন রানা, আমার জন্ম সবুজ শ্যামল এক সুন্দর দেশে ,
জন্ম আমার বাংলাদেশে ;
বাংলাদেশে জন্ম মম, আমি জন্মেছি স্বাধীন দেশে
স্বাধীন দেশে জন্ম নিয়ে কেনো আমাকে পরাধীন হয়ে বাঁচতে হবে ?
১৯৭১/৫২ এর যুদ্ধের/স্বাধীনতার আগে যদি হতো আমার জন্ম !
মেনে নিতাম সবই আমি ,হতনা আমার কোনো কষ্ট ।
আজ স্বাধীন দেশে জন্ম হয়েও কেনো দেখতে হয় রাস্তায় পড়ে থাকা লাস ।
কোন দেশে জন্ম আমার ,
যে পারছে যেমন পারছে দিয়ে যাচ্ছে আমায় বাঁশ ।
যথেষ্ট মেধাবী ছাত্র হয়েও আজ ইউনিভারসিটি-তে-
সিট না পাওয়া আমি ব্যর্থ ছাত্র ।
কাড়ন আমিতো মধ্যবিত্ত- আমিতো হতো দরিদ্র !
কেনো আজ স্বাধীন এ দেশে জন্ম নিয়ে ও আমার বোনকে
সরকারি কলেজ ও ইউনিভারসিটি-তে ফ্রি সিটের জন্য-
হতে হয় এম-পি এবং মন্ত্রি ও নেতাদের বিছানার ভোগের শিকার ?
স্বাধীন দেশে জন্ম আমার , আমি অভিরাম বাংলার মুখ !
তবে কেনো আমার সামনে হয় আমার মা ধর্ষিতা ,
তবে কেনো আমি ভাই এর সামনে হয় আমার বোন ধর্ষিতা ,
তবে কেনো এ সমাজে সচেতন নারী ও পুরুষের সামনে
কিছুদিন পর পর বাসের ভিতর সাজেদা ,মাজেদা হয় ধর্ষিতা ,
স্বাধীন দেশে জন্ম আমার আমি কি আজ স্বাধীন ?
প্রশ্ন আমার জানতে চাই আমি ,
স্বাধীন দেশে জন্ম আমার আমি কেনো পরাধীন ।
বলতে পারিনা আমি হক কথা ,
সাগর-রূনির হত্যা দামা পরে যায় , আকাশে সামান্য মেঘ !
রাস্তায় বের হয়ে আমি গুলিস্তান এসে দেখি পকেটে নেই মানি ব্যাগ !
কি বলবো আজ আমি কারে বলবো জন্মাত আমার স্বাধীন দেশে !
তবে কেনো আজ মুসলিম/আলেমদের লাশ রাস্তায় পরে থাকে ?
মম এই বাংলায় রয়েছে কত শত সহস্র লোক হাজার কোটি
টাকার-মালিক
তবে কেনো তারা যাকাত দিয়ে সম্পদ করে না খাটি !
যাকাত কেনো পায়না আজ গরিব ও দরিদ্র মানুষের ঘাঁটি ।
অন্য ও বস্রের জন্য কেনো আজ হয় পতিতা ,
স্বাধীন বাংলাদেশের সহস্র নারী !
স্বাধীন বাংলাদেশে কেনো জন্মের আগেই মায়ের পেটে গুলি বদ্ধ শিশু
পড়ে থাকে রাস্তায় গর্বিতা মায়ের লাশ ।
আমার এই সোনার দেশে কেনো আজ এতো বড় মহামারী তেও
দেয় করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট ।
হাসপাতালে গেলে ডাক্তার রূগি দেয় যত অযথা রক্তের পরীক্ষা ,
প্রস্রাব আমি দেই নি তবে কি করে রক্তের সাথে আসে তার রিপোর্ট ?
আমি বাংলাদেশের ছেলে আমাকে দেখতে হয়েছে
লাল সবুজের কফিন , পিলখানা র ঐ সেনা অফিসারের দাফন ।
স্বাধীন দেশের মুসলিম ঘরে জন্ম আমার !
মুখে দাড়ি রাখলে আমি কেনো হয়ে যাই জামাত/ কেনো আমি হয়ে যাই শিবির !