আমি যে তব গন্ধে ব্যাকুল
আল-আমিন রানা
*========*


ওগো আমার রূপসী পরী  ,
এতোদিন কোন উদ্যানে লুকিয়ে ছিলে তুমি ?
তুমি কোন উপবনের ফুল ?
গাদা , বেলি , বিউটি , হেনা
বাগানে কত রঙ্গের ফুল ফুটে !
প্রভৃতি রঙ্গনা তে মম মন ভরে না ।
আমি যে তব গন্ধে ব্যাকুল ,
ওগো আমার রূপসী প্রিয়া  ,
কোন উদ্যানের গোলাপ তুমি ?
তুমি কোন উপবনের ফুল ?
কত ফুল ও মানবী দেখেছি আমি এ ধরায় ,
ওগো আমার রূপসী প্রিয়া তুমি সবার সেরা ।
এ অন্তরে স্বপ্ন শুধু তোমাকে নিয়েই গড়া !
ওগো আমার রূপসী প্রিয়া  ,
কোথায় তব পুষ্পের উদ্যান ?
ওগো আমার রূপসী প্রিয়া  ,
তোমার মালী কোথায় থাকে ;
মিষ্টি হেসে কাছে ডাকো তুমি
তব মালী আড়াল হলে -
ঘুম নেই দুটি আঁখিতে স্বপ্ন করে যে খেলা ;
তোমায় ভেবে ভেবে আমি আজ কাটাই সারা বেলা ।