আমি নিশাচর
আল-আমিন রানা
*========*


আলোহীন এই আঁধার নিশি-কে ভালোবেসে আমি হয়েছি নিশাচর ।
সবাই যখন গভীর ঘুমে দিয়েছে ডুব ,,
তখন আমি ক্লান্ত পথের স্বপ্ন হারা পথিক ।
অন্ধকার-ই ছিল আমার বসবাস ,,
হঠাৎ পেলাম তোমার দেখা,,
মায়াবতী এক রূপসী হয়ে রূপসী র মত !
তুমি বাড়িয়ে দিলে হাত।
আর আমি ও চেয়েছিলাম ,
তোমার হাত ধরে আলোর মাঝে আসতে ,,
কিন্তু না তুমি পরক্ষণেই গুটিয়ে নিলে-
তোমার ঐ বাড়ানো দুটি হাত ।
তাই অভিমানী মনটা,,
আলোহীন আঁধারে ই ফিরে গেলো-
এক বুক ব্যথা বুকে নিয়ে ।
নিদ্রাহীন-আমি আঁধারে শূন্যে ভাসছি ।