এখনো ভালোবাসি তোমায়
আল-আমিন রানা
*========*


যেদিন আমি বুঝতে শিখেছি ,
যেদিন জেনেছি তব মধ্যবর্তিতায় আমি আজ এ ধরায়  !
মম মস্তিষ্ক যে সময়ে জানান দিলো এ জগতে তুমিই মোর প্রিয়া ,
সেদিন হতে চরম ভালোবাসি তোমায় ।
আজও ভালোবাসি তোমায় ,


এ ধরায় কত লোকে ই আছে ভালোবাসে কত রমনীরে ,
আমি ভালোবাসি শুধু তোমায় !
কত শত সহস্র লোক আছে , যারা রমণীর তরে দিতে চায় জান”
তুমি ত মম প্রাণ , তোমার তরে রয়েছে সম্মান ।
ওগো মা তুমি আমার জান , মা ও মা , মাগো তুমিই আমার প্রাণ ।
মা ভালোবাসি তোমায় ,
ওগো মা এখনো ভালোবাসি তোমায় ।


তোমার সুখের জন্য হাজার রমণীর প্রেম অপেক্ষা করতে পারি ,
মা তোমার জন্য বিয়ে করেও চিরকুমার থাকতে পারি ।
মা তোমার জন্য হাসি মুখে জীবন দিতে পারি ,
মা তোমার জন্য এ নষ্ট ধরার সমস্ত সুখ হাসি মুখে ত্যাগ করতে পারি ।
তুমি যে মা ,
ও মা , মা গো মা , ও মা
আমি ভালো বাসি তোমায় ,
এখনো ভালোবাসি তোমায় ।