তোমার অপেক্ষায় থাকবো আমি
আল-আমিন রানা
*========*


একটা একটা করে ফুল কুড়িয়ে ,
যে মালা গাঁথলাম ।
তোমার গলায় পড়াব বলে ,
বাস্তবতার নিষ্ঠুর আঘাতে ,
হাত কেঁপে ফুল পড়ে যায়
ঠিক তোমার সামনে এসে ।
ময়লার ফুল শুকিয়ে যায় !
তবুও তোমায় মালা পরানো র-
আগ্রহ একটুও কমে না আমার ।


বার বার তোমার কাছে গিয়ে-
ফিরে আসি বুকভরা হাহাকার নিয়ে ।
বলতে পারিনা আমার ভালোবাসার কথা ,
এখনো আমি বেঁচে আছি-দুঃখের সাগরের উপর ,
চিকন একটি সেতু তে দাঁড়িয়ে !
কখন যেন সেতু থেকে পড়ে নিঃশেষ হয়ে যাই ।
চিরো জনমের তরে !


তার পড়ে ও আমি ভাবছি তোমায় নিয়ে ,
এ করুন ভালোবাসার কথা শুনেও কি ?
তুমি আসবে না ?
তুমি কি কখনো আসবে না মম এই জীবনে ;
তুমি কি আসবে না মম  হৃদয়ের মাঝে ,
হৃদয়ের ফুল হয়ে ।
তোমার অপেক্ষায় থাকবো আমি ,
তোমায় মালা পড়াবো বলে-
জীবনের শেষ নিঃশেষ পর্যন্ত ।