তুমি যদি হতে
আল-আমিন রানা
*========*


তুমি যদি হতে , ভোরের শিশির কণা ;
তোমায় স্পর্শ করতাম সু প্রভাতে ।
তুমি যদি হতে , শরতের কাশফুল
তোমার ছোঁয়া খেতাম পড়ন্ত বিকেলে ।
তুমি যদি হতে , রজনীগন্ধা ফুল
তোমার সুভাষ নিতাম নিশি রাতে ।
তুমি যদি হতে , নকশী কাঁথা
তোমায় জরিয়ে রাখতাম আমার গায় ।
তুমি যদি হতে , কোকিলের কণ্ঠ
তোমার কণ্ঠ শোনার জন্য বসে থাকতাম নিরলে !
তুমি যদি হতে , গায়ে গৃহবধু
তোমায় রাখতাম আমার দুই নয়নে ।
তুমি যদি হতে , বিদ্রোহী কবি নজরূলের কবিতা ;
তোমায় পরতাম আমি সর্বদা ।