ইবলিশের ধোঁকায় সৃষ্টির সেরা জীব ও গো নাহে লিপ্ত হয়!
অন্তকরণে থাকে যদি মহান রবের ভয়,
চরম হতাশ অভিশপ্ত আজাজিল হতে নিজেকে যদি আত্মরক্ষা করতে হয়;
নিশ্চয়ই সে পাবে ক্ষমা, যে মহান প্রভুর আশ্রয়ে রয়।
তত্ত্বজ্ঞ নিভৃতে সৃষ্টিকর্তার ধ্যান মগ্ন হয়।
পরকালে মুক্তির তরে চিত্তে রাখো সৃষ্টিকর্তার ভয়।
সন্দেহ ছাড়াই তিনি মহান প্রভু -
সেই মালিক চাইলেই মিলবে মুক্তি অন্যথায় নয়।