কেয়া/য়াকে
আল-আমিন রানা
*========*


ও কেয়া/য়াকে
যদি কখনো মনে পড়ে এই আমাকে
তবে বুকের বাস নিলয়ে ,
অনুভব কর হাত রেখে ;
বুক ধুক ধুক কাঁপছে !
তবে বুঝে নিও প্রিয়া আমি আছি তোমার অন্তরে ।
ও কেয়া/য়াকে
আলসেমি তে সেই দুপুর বেলায় ,
কাটে যদি অবহেলায় ,
হাজারো সৃতির মিলন মেলায়
মনে পড়ে যদি আমাকে
তবে বুঝে নিও প্রিয়া আমি আছি তোমার অন্তরে ।
আমি রব , আমি থাকব , তোমারই অন্তরে প্রিয়া !