থমকে যাই
আল-আমিন রানা
*========*


পৃথিবীর কোন কিছুতেই আমি ভিত নই !
শুধু নারীতে আমি বা-রং বার থমকে যাই ।
কত শত বার আমি শপথ ভঙ্গ করেছি-
তা আমার চিন্তায় আসেনা;
পৃথিবীর কোন ভয় আমাকে ভিত করতে পাড়েনা !
শুধু মাত্র নারীতেই আমি থমকে যাই ।


শুধু এই নারীর কারণেই আমাকে-
লক্ষাদিক বার মিথ্যাকে প্রর্সয় দিতে হয়েছে ।
এই নারীর প্রতি কখনো প্রচুর ক্রদ হয় ,
আবার এই অবলা নারীকে মা বলে সম্মান দিতে হয় ।
লোভী এই নাড়ী জাতির প্রতি মাঝে মাঝে প্রচুর হিংসা হয় ,
অথচ এই অবলা নারী কেই আবার
বোন বলে বুকে টেনে নিতে হয় ।
কাব্যিক ভাষায় বলতে চাইলে , বলে উঠে এই মন !
তুমি নারী , তুমি দেবী
লোভী তোমার মন ।
তুমি এক পেয়ে তুষ্ট নও , তুমি চাও বহুজন ।


আমি কি বলিব ভাই , আমার বলার কিছুই নাই !
তবে আমি বলতে না চাইলেও-
প্রিয় কবি নজরূলের কথা মনে করে বলতে হয় ,
বিশ্বের যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।


আমার ভাষায় বললে বললে হবে ,
নারী জাতি লোভী , মায়াবিনী
ও নারী তুমি ছলনাময়ী , কেন তুমি ছলনার জাল-
বুনে করতে চাও দংশ ।
ও নারী তুমিই লক্ষি প্রতিমা
তোমার তরে স্বপ্ন দেখে কেউ হয় ধন্য