দুঃখে ভরা জীবন
আল-আমিন রানা
*========*


হয়তো কোনো এক দিন ,
সবার মনে কষ্ট দিয়ে ;
নতুবা চোখের জলের বন্যা বয়িয়ে -
আমি কচুরি পানার মত
ভাসতে ভাসতে চলে যাবো ,
চলে যাবো দূর বহুদূর ।


দুঃখের মাঝে জন্মেছি আমি ,
কষ্টের মাঝে হয়েছি বড় ।
তাইতো জীবনে নেই কোনো সুখ ,
দুঃখ ছাড়া ।
আমার নেই কোনো সুখের আশা ,
বাস্তব এই হতভাগ্য জীবনে ।
আজ আমার স্বপ্নও নেই ,
দুটি চোখের মাঝে ।
সব কিছু হয়ে গেছে চুরমার -
শুধু কষ্টের ছোঁয়া পেতে পেতে ।
মম হৃদয় হয়েছে আজ পাথর ,
মম মনেতে ধরেছে মরিচা ।


জানিনা কোনো দিন ,
এ পাথরের ক্ষয় হবে কিনা ;
কাউকে যে বলবো আমি ,
মম দুঃখের কথা গুলি -
এমন ত কেউ নেই আমার এ ধরাতে ।
সত্যিই বলছি আমি একা ,আমি বড় একা
আমি জন্মেছি একা ,
আমি চলেও যাবো একা ,
শুধু কষ্ট নিয়ে - ভালো থাকুক এই ধরা ।