লকডাউন
আল-আমিন রানা
*========*


এলো এলো এলোরে , এলো লকডাউন !
বছর ঘুরে আবার এলো , এলোরে লকডাউন !
আজ পৃথিবী জুড়ে দেখো , কত সহস্র মানুষ মরছে ধুকে ;
লকডাউন এ ঘরে বসে দুঃখে  দুঃখে ।
আজ এই নির্বোধ আমি ভাবি ,
রাস্তায় বের হবো আমি কি করে ,
এই বুঝি করোনা এলোরে !
ও আল্লাহ , দয়াল আল্লাহ , আমার আল্লাহ
করোনা নয় , করূনা চাই তুমি দয়া করো আল্লাহ


এলো এলো এলোরে , এলো লকডাউন !
বছর ঘুরে আবার এলো , এলোরে লকডাউন !
দেখো আজ রাস্তা ঘাট শুন শান ,
নেই কোনো মানুষের গুঞ্জন !
দেখছি চেয়ে আমি এই আলামত , অতি সামনেই কেয়ামত
বলছে মহান প্রভুর কোরআন ।
সাবধান মুসলমান , সাবধান.....................
সাবধান মুসলমান , সাবধান তুমি বাঁচাও তোমার ইমান !
এলো এলো এলোরে , এলো লকডাউন !
বছর ঘুরে আবার এলো , এলোরে লকডাউন !
চলছে কি আজ এই দেশে , ঘটেছে কি কাণ্ড ?
আজ স্কুল বন্ধ , মাদ্রাসা বন্ধ , বন্ধ অফিস আদালত ।
মসজিদ গুলো খালি আজ করছে হাহাকার !
নামাজি মুসুল্লিরা করছে চিৎকার ,
যদি কেউ মারা যায় ,ভয়ে কেউ কাছে আসে না ;
লোক নেই লাশ দাফন করার !
যদি কেউ মারা যায় ,ভয়ে কেউ কাছে আসে না ;
লোক নেই লাশটাকে কবর দেবার !
দেখছি চেয়ে আমি আলামত ,আসছে সামনে কেয়ামত ,
বলছে মহান প্রভুর কোরআন ।
সাবধান মুসলমান , সাবধান.....................
সাবধান মুসলমান , সাবধান তুমি বাঁচাও তোমার ইমান !
সমাধান চাও যদি তুমি , আঁখি খুলে খুলে দেখো তুমি কোরআন ।


এলো এলো এলোরে , এলো লকডাউন !
বছর ঘুরে আবার এলো , এলোরে লকডাউন !
আজ কেনো মক্কা র কাবা ঘরে , তৌয়াফ বন্ধ করে
দিয়েছে সৌদি-আরবে র সরকার !
তাই বলছি আমি ,মদিনা মেনে ডাকো বার বার ,
মনে রেখো , জেনে রেখো আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার !
দেখছি চেয়ে আমি এই আলামত , অতি সামনেই কেয়ামত
বলছে মহান প্রভুর কোরআন ।
দেখো আজ হাসপাতালের বেডে কত রুগি কাৎরাচ্ছে ,
রুগীর পাশে লোক নেই ,
ডাক্তার আশা যাওয়া বন্ধ ।
এলো এলো এলোরে , এলো লকডাউন !
বছর ঘুরে আবার এলো , এলোরে লকডাউন !


লেখা: ২৫-৪-২০২০
বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট কে ঘিরে লেখা,