দয়িতা র তরে লেখা চিঠি
আল-আমিন রানা
*========*


তোমা এত বেশি ভালবাসি,
এ ধরাধামে এতো ভালো তোমা অন্য কেউ বাসবেনা!
এমন কি তোমা জন্ম দিয়েছে তোমা জনক জননী ও না।
পরন্তু তারা জন্ম দিয়েছে সন্তান বলে তোমার তরে তাঁদের
দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু আমি তোমাকে ভালবাসি অন্তঃকরণ থেকে প্রেমিকার ন্যায় সারাজীবন প্রতিভূ করে পাওয়ার জন্য।
কখনো অলিক স্বপ্নেও তুমি বুঝতে পারবেনা,
তোমা কত বেশি ভালবাসি।
পরন্তু তুমি যদি কখনো তব হৃদয়ের মাজে লুকানো দুটি নয়নে/আঁখি দিয়ে আমার মায়া ভরা ভালবাসা অনুভব করার চেষ্টা করো!
তাহলে তুমি আমার ভালবাসা খুঁজে পাবে প্রকৃতির প্রত্যেকটি অপরূপ দৃশ্যের মাঝে।
তুমি যদি প্রকৃত ভাবে অন্তঃকরণ হতে আমার ভালবাসা বুঝতে চাও?
তাহলে আমি তোমাকে বলবো,
তুমি দেখবে বৈশাখের পাকা ধানের মাঝে বাতাস কিভাবে দোলা দেয়।
তুমি শুনবে মিষ্টি রোদের দুপুর বেলা কোকিল কিভাবে ডাকে।
তুমি দেখবে বিশাল সাগরের মাঝে সূর্য অস্থ যাওয়ার দৃশ্য।
এ সকল অপরূপ দৃশ্যের মাঝেই তুমি খুঁজে পাবে আমার ভালবাসাকে।