ভালোবাসি তোমাকে
আল-আমিন রানা
*========*


তোমাকে যে কি করে বোঝাবো আমি ,
তা ভাবতেই কেটে যায় মম দিন রাত !
অথচ অন্য প্রান্ত থেকে তুমি সব বুঝেও ,
না বোঝার অভিনয় করে যাচ্ছ এই আমার সাথে ।
তোমাকে যে কি করে বোঝাবো আমি ,
সবুজ পাতা চিনো নিশ্চয়ই মেহেদি পাতা যার নাম !
আমি দেখেছি মেহেদি পাতা নিজেকে-
বিসর্জন দেয় অন্যকে রাঙ্গাতে  !
আমি জানি তোমাকে কোনদিন ও বুঝানো সম্ভব হবে না ,
কতটা ভালোবাসি তোমাকে ,
যে বুঝে না তাকে খুব সহজেই বুঝানো সম্ভব !
অথচ তুমি বুঝে বুঝে আমাকে নিয়ে যে খেলা খেলেছো !
তার কথা আর কি বলবো ?
না বলেও কবিতায় লিখলাম তুমি সেই দিন-
হুম তুমি সেই আমাকে বুঝবে ,
আমাকে তুমি খুঁজবে , পাগলের মত আমাকে চাইবে
সেদিন হয়তো আমি থাকবো না এই ধরণীতে ,
নয়তো তুমি কারো ঘরের ঘরণী হয়ে যাবে ।
সেদিন বুঝবে আর আমাকে খুঁজবে ।