একুশের স্মৃতি
আল-আমিন রানা
*========*


একুশ মানেই আমার ভাইয়ের রক্তে কেনা সেই অতীতের দিন ,
একুশ মানেই আমার কলমে বাংলা ভাষার শব্দ !
একুশ মানেই শহীদ ভাইয়ের রক্তে কেনা মায়ের বাংলা ভাষা ।
একুশ মানেই বলবো খুলে মনের কথা- বাংলা আমার মায়ের ভাষা ।
একুশ মানেই ভাই এর রক্তে রঞ্জিত রাজপথ
আমার মায়ের চোখের পানি ।
একুশের স্মৃতি  আমার বাংলা কবিতা আল-আমিনের লেখা বানী ।
একুশ মানেই ভাই হারানোর বেদনা
একুশ মানেই আমার বোনের চোখে জল ।