ক্ষণিকের পাহারাদার
আল-আমিন রানা
*========*


ভাঁড়ান , ভাঁড়ান, ছলনার অভিপ্রায় !
মিথ্যে এই ধরণীর বুকে অহম্‌ দেখিয়ে করছি লড়াই ;
দেহ একটা তুচ্ছ মাটি ,
তা নিয়ে কেনো এতো বাহাদুরি কিসের এতো বড়াই ?
ও হে মানব কথা হতে আসছ তুমি ,যাবে তুমি কোথায় ?
একবার ভেবে দেখেছো কি?
ভাঁড়ান , ভাঁড়ান, কত কি ছলনার অভিপ্রায় !
ও হে মানব তুমি ত পেয়েছ সামান্য ক্ষণিকের পাহারাদারী ,
সামান্য পাহারাদার হয়ে কেনো তব এতো বাহাদুরী ?
যে মাটি দিয়ে তব দেহ তৈরি ,
তা ত মাটিতে ই যাবে মিশে ।
ভাঁড়ান , ভাঁড়ান, কত কি ছলনার অভিপ্রায় !
ও হে মানব তুমি কি জানো তব দেহের ভিতরে লুকানো-
রূহ টা ঠিকই পৌঁছে যাবে প্রভুর দুয়ারে ।
যিনি আমাদের সৃষ্টি করেছেন , সেই মালিকের দ্বারে ।
ও হে মানব  ভেবে দেখো করছো টা কি ,
ঘুরছ তুমি কোন নেশায় ?


লেখাঃ ১৫/০৬/২০১৯