আমার অনুভূতি
আল-আমিন রানা
*========*


বলিনি তোমায় ভালোবাসি ,
তোমাকে ঘিরে ছিলো শুধুই আমার অনুভূতি ।
যবে তোমায় প্রথম দেখেছি আমি আই এফ আই সি ব্যাংকে ,
তব মায়াবী মুখ দেখে উগ্র অনুভূতির গগনে -
হারিয়ে গিয়েছিলাম ক্ষানিক সময়ের তরে ।
সমস্ত নীরবতায় আনমনা ছিলে তুমি ,
তব চেহারা, অঙ্গভঙ্গি এবং মনোভাব
মম হ্নদয়ের মাঝে এক ভালোবাসার অনুভূতি জাগিয়েছে !
কোনও প্রসঙ্গ ছাড়াই জ্বলন্ত বাক্য রূপে পরিণত করেছে মম বুকে ।
জেগে ছিলাম সেই রাত্রি যেদিন তোমায় প্রথম দেখেছি ।
রাত জেগে অনুভব করেছি তোমায় ।
তবুও বলিনি তোমায় ভালোবাসি ;
তোমাকে ঘিরে ছিলো শুধুই আমার অনুভূতি ।
কি জাদু করেছিলে আমায় তব আঁখির যুগলের চাহনিতে ?
দিবসে ভেবেছি আমি তোমাকে -
নিশিতে নিদ্রা নেই মম দুটি আঁখি জুড়ে ।
তবুও বলিনি তোমায় ভালোবাসি ;
তোমাকে ঘিরে ছিলো শুধুই আমার অনুভূতি ।


ইচ্ছে জাগে মনে মম , মনের কথা বলবো তোমায় খুলে ।
তব হস্তে রেখে হস্ত হাঁটবো দুজনে নদীর দ্বারে ,
কত ভালোবাসি বোঝাবো আমি তোমাকে !
তার পরেও ,
বলিনি তোমায় ভালোবাসি ;
তোমাকে ঘিরে ছিলো শুধুই আমার অনুভূতি ।