আমার জীবন
আল-আমিন রানা
*========*


আমি আল-আমিন রানা , তাই ভুল না করেও আমাকে দুঃখিত বলতে হয় ।
আমি আল-আমিন রানা , তাই নিজের কষ্টকে/যাতনা রে লুকিয়ে রেখে পরিবারের সকলের সামনে এসে হাসতে হয় !
আমি আল-আমিন রানা , তাই নিজের প্রয়োজনের কথা গোপন রেখে , বাবা মা এবং স্ত্রী ও সন্তানের চাহিদা পূরণ করতে হয় ।
আমি আল-আমিন রানা ,  তাই শত কষ্টের মাঝেও মিষ্টি করে হেসে সবাই কে বলতে হয় মম ভালো আছি ।
আমি আল-আমিন রানা , তাই আমাকে বাবা মা ও ভাইদের সুখের জন্য নিজের সাজানো স্বপ্ন গুলো কে বিসর্জন দিতে হয় !
আমি আল-আমিন রানা , তাই নিজের সুখ কে বিসর্জন দিয়ে পরিবারের ও সমাজের সকলের মাঝে আমাকে বিলিয়ে দিতে হয় ।
আমি আল-আমিন রানা , তাই নিজের চাওয়া পাওয়া কে বিসর্জন দিয়ে পরিবারের ও সমাজের সকলের চাওয়া পাওয়া কে প্রাধান্য দিতে হয় ।
আমি আল-আমিন রানা , তাই বাবা মায়ের কথা রাখতে বিয়ে করে আজ ডিপ্রেসনে ভোগী , যা কাউকে বলতে পারিনা ।
আমি আল-আমিন রানা , তাই আমি সব পারি , আমাকে সব পারতে হয় ।
আমি আল-আমিন রানা , তাই আমার কষ্ট গুলো কে কাউকে দেখাতে পারিনা ।
আমি আল-আমিন রানা , তাই মনে হয় মম কোনো চাওয়া পাওয়া নেই !