বুঝে না কেউ
আল-আমিন রানা
*========*


সর্বলোকে আমারে বুঝে ,
তবে আমার মত করে কেউ বুঝে না আমায় সতত !
যত আছে মোর গুরুজন , সর্বলোকে আমারে স্নেহের চোখে দেখে
তবে সতত আমায় কেউ স্নেহ করে না ।


যত আছে পাড়া মহল্লায় মোর স্নেহের লোক !
সকলেই আমারে শ্রদ্ধা করে ,
তবে আমার মত করে কেউ আমারে মানে না ।
যাদের তরে আমার জ্ঞানের বিস্তার ,
সকলের তরে ই আজ আমি অভিশপ্ত ।
আমি আজ জীবন নদীর তীর ধরে একাই হাঁটি ,
আমার জীবন তরণীর নেই কোন মাঝি ।
জীবনের খেয়া আমি একাই বয়ে চলি
সর্বলোকে আমারে বুঝে ,
তবে আমার মত করে কেউ বুঝে না আমায় সতত !