অন্যের উপর নির্ভর করে বাঁচতে চায় মানুষ
আল-আমিন রানা
*========*


মানুষ জন্ম লগ্ন থেকেই অন্যের উপর নির্ভর করে বাঁচতে শুরু করে ,
পর্যায়ক্রমে মানুষ বড় হতে শুরু করে ।
প্রতিটা মানুষ ই বাঁচতে শিখে অন্যের ডানায় ভর করে ;
সকলেই তার নিজ নিজ লক্ষ্যে/গন্তব্যে পৌঁছাতে চায় -
জন্ম লগ্ন থেকে আমিও মহাশূন্যের গগনে উড়েছি ভর করে অন্যের ডানায় ।
বুঝতে শেখার পরে চেয়েছি নিজেকে মনের মত করে গড়তে !
তবে এমন কোন ডানা আজও পাইনি সে ডানায় ভর মম লক্ষ্যে উড়তে ।
আমি ভর করি যে ডানায় ,
সে ডানা ই ভেঙ্গে যায় ।
স্থব্দ আমি নিশ্চুপ হয়ে যাই ,
আমার জীবনের গতি থেমে যায় ।
তাতেও আমার মন বোল/ইচ্ছা শক্তির নেই অল্পতা !
জানি অমার প্রভু , তিনি মহান সৃষ্টি কর্তা ।
যিনি বিচার দিনের মালিক - দু জাহানের বাদশাহ
সেই মালিকের রহমত ছাড়া -
কারো কাছে কিছু আশা করি না ।