অর্থের তারায় নিস্তব্ধ
আল-আমিন রানা
*========*


অর্থের তারায় আমি আজ নিস্তব্ধ হয়ে গেছি ,
ধীরে ধীরে পাথরের ন্যায় শক্ত হয়ে যাচ্ছি আমি ;
চিন্তাধারা স্থির হচ্ছে না !
দুশ্চিন্তার চাদর মোড়ানো মম অঙ্গে ।
সকলের সম্মুখে আমার ছদ্ম হাসি ,
লোক আড়ালে মুখে দুঃখের কালো ছাপ ।
শত চেষ্টায় চেষ্টায় হচ্ছি নিঃশেষ !
দূর থেকে হয়তো সকলেই আছে বেশ ,
আমাতে আমি নেই ,
অর্থের তারায় আমি আজ নিস্তব্ধ