বঙ্গ বন্ধু শেখ মজিবর রহমান
আল-আমিন রানা
*========*


যার গায়ে ছিলো জোর , মনে ছিলো শক্তি ,
যার কোথায় ছিলো উক্তি অনেক, ভাষনে ছিলো যুক্তি ।
সে ছিলো বঙ্গ বন্ধু শেখ মজিব ,
পুরো বাংলা জুড়ে মানুষের মনে আজও সে সজীব ;
স্বাধীনতা পেয়েছি পেয়েছি স্বাধীন দেশ ,
পেয়েছি লক্ষাদিক শহীদ ও নেতা মজিবের ত্যাগের ফলে !
জাতির জন্য কষ্ট করেছে রক্ত দিয়েছে ,
সে জাতির জনক ছিলো বলে ।
হার মানতে ছিলোনা রাজি, সে দিয়েছিলো গর্জন ।
সাড়ে সাত কোটি মানুষের উদ্দেশ্যে ।
তোমাদের যার যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করো ,
বলে ছিলো সে দেশের মায়ায় !
চিরোতরে মুজিব শুয়ে আছে গোপাল গঞ্জের ছায়ায় ।