নারীর কারনেই হয়েছে চুপ
আল-আমিন রানা
*========*


এ ধরায় যত পুরুষ ই আছে নারী ই কেবল রূপসী ,
এভাবেই সৃষ্টি নারী স্রষ্টার জাদু মন্তরে!
বাহিরে নারীর রূপ কি দেখেছো সামান্য
সবই ত তাহার লুকানো অন্তরে।
যে দাবি করে পুরুষ, নারীর কাছেই সে হারিয়েছে হুস!
পুরুষের আঁখি তে নারী সতত মায়াবী পরী,
সেই আদি কাল ধরে!
জগৎ মাঝে নারী রেখেছে,
দুষ্ট পুরুষের হাল ধরে।
জগৎ মাঝে এখন এমন পুরুষ পাওয়া বড় দায়,
অন্তর নয়নে যে নারীকে দেখতে পায়!
নারীর মিথ্যা রূপের সাজে ভুলেছে
এমন লোকের নাই জুরি!
নারী কতটা ছলনাময়ী আর মায়াবী পরী,
কত যে লাবন্য তার কাছে-
সাধক পুরুষ আর কবি সাহিত্যের শিল্প ছাড়া,
ধরা পরে সেটা কার কাছে?
বাহিরে নারীর দেখা যায় যে রুপ!
তা কিন্তু নয় নারীর সব টুক!
নারীর হৃদয় গহীনে যে দিয়েছে ডুব,
সে পুরুষ ই নারীর কারনেই হয়েছে চুপ।


লেখাঃ২৬/১০/২০২২
ভোরের ৫টা