শিক্ষক
আল-আমিন রানা
*========*


মায়ের হাত ধরেই এ ধরায় ,
মায়ের ভাষায় শিক্ষা জীবন শুরু ।
পাঠশালা তে পড়তে গিয়ে ,
পণ্ডিত মশাই হয়ে যায় মম প্রাণের গুরু !
মা আমার প্রথম শিক্ষক -
মায়ের কাছেই শেখা বাংলা-ভাষা ।


পাঠশালা তে পণ্ডিত মশাই মনে জ্বালান প্রদীপ ;
প্রতিভা বিকাশে ।
তারাই ছড়ান জ্ঞানের আলো ,
অসভ্য তার গগনে ।
সুশিক্ষা মানব জীবনে এক অমূল্য ধন ;
শিক্ষক শিক্ষিকার তরে ই মিলে এই অমূল্য রতন !
যারা দেখিয়েছে মোড়ে বড় হওয়ার স্বপ্ন -
এ ধরাতে তারাই ছড়ান জ্ঞানের আলো ।