চোখের জল
আল-আমিন রানা
*========*


আমি কাঁদি !
আমি কখনো কাঁদি নিজের জন্য !
কখনো কাঁদি মা বাবার জন্য !
কখনো আমাকে কাঁদতে হয় ভাই বোনের জন্য !
আমি কাঁদি ! আমি কারণে অকারণে কাঁদি !
কখনো বা কাঁদি ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য !
কখনো বা কাঁদি নিজের হারানো বাড়ির জন্য !
আমি কাঁদি আমার ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য !
আমি কাঁদি কখনো কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট্ট রুমটা র জন্য !
কখনো নিজের আত্মসম্মান রক্ষা র জন্য।
মম জীবনটা ভাসমান নৌকার মতো...কোথাও স্থায়ী ভাবে রাখতে পারিনা।
মধ্যবিত্ত গৃহে জন্ম মম কাঁদি বাবার বাড়িতে...
বৃদ্ধ বয়সে ছেলের বৌ এর যাতনা ,
নিজের বাড়ি ছেলের এখন , কাঁদি বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে... জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে।
মম জীবন উৎসর্গ সকলের তরে ।
মম এই জীবনে কোনো কিছুই নির্দিষ্ট/অটল হয়না ।
তারপরও চারিপাশ সামলিয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে ।
কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে ।
নিজের জন্য ; নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য !
আমি ভালো থাকতে চাই ! শান্তিতে বাঁচতে চাই ।