তা পুরোটাই ঠক
অোল-আমিন রানা
*========*


মিথ্যে আকর্ষণে আজ নিজেকে উজাড় করে বিলিয়ে দেয়া ,
ক্ষণিকের অতৃপ্তিতে ডুবিয়ে ,
ভালোবাসা নামের ঐ প্রজাপতি উড়ে উড়ে চলে যাওয়া ।
মিথ্যে তৃপ্তির আশাতে একে অপর কে পাওয়ার সখ !
বাস্তবতার সামনে এসে দেখে তারা ,
খেয়েছে এক ধারুন ঠক !
মিথ্যে কথায় , মিথ্যে অভিনয়ে হয় যত শত বক বক ,
ভালোবাসায় সত্য কিছু নেই ,
এ মিথ্যে ,
যদি প্রেমিকার জন্য হয় ,
তা পুরোটা ই ঠক ।
ভালবাসার মানুষটিকে পাওয়ার আগে মনে হয় অন্নপূর্ণা !
একে অপর কে পাওয়ায় আর অন্য কিছু চাহিদা থাকে না ।
অথচ সাময়িক অন্যমনস্ক হওয়া তে ,
তার চলে যাওয়া তে সেখানে নেমে আসে এক বিবর্ণ বিষন্নতা ।