প্রাচুর্য নিয়ে আমি , আসি নি এই ধরণীতে !
বিধাতা আমাকে মানব রূপে পাঠিয়েছে ;
অতি সামান্য দরিদ্র এক ঘরে ।


এই ধরণির মুক্ত বাতাসে হয়েছি আমি বড় ,
নিস্টুর পৃথিবী আমাকে বুজতে শেখালো ,
দরিদ্র মানুষের মূল্য !
এই পৃথিবীতে নেই ।
দরিদ্রতাকে আমি জয় করতে ,
এ যাবদ অনেক কিছুই করেছি ,
কিন্তু ঋণ নামক একটা ব্যাধি - -
আমার হৃদয়ে অগ্নি জ্বেলে রেখেছে ।
আমি কি করে ব্যাধি মুক্ত জীবন গড়ব ?