হারানোর ব্যথা
আল-আমিন রানা
*========*


এই ধরা কারো স্থায়ী ঠিকানা নহে ,
দুদিন আগে নয়ত দুদিন পড়ে !
সময় একদিন যেতে হবে ঠিকই -
এই ধরণী ছেরে ।
যেতে হবে সকলে রে তার নিজ বাস গৃহে ।
যেথায় থাকতে হবে চিরকাল ধরে ,
গোর নামক গহীন ঐ অন্ধকার ঘরে ।


সময়ের সাময়িক প্রয়োজনে  , এ ধরায়
কেউ আপন , কেউ বা আবার পর !
গহীন ঐ অন্ধকার ঘরে , থাকবেনা কেউ তোমার তরে
হবেনা তোমার কেউ সংঙ্গি !
একা একা থাকতে হবে ,
জনমের পর জনম দরে ।
ভালো কর্ম করলে তুমি , ভালো থাকবে পরকাল ;
তা না হলে খাইবে ধরা , বুঝবে ঠেলা ;
আ জাব কারে কয় !
প্রভু তোমার , মালিক তোমার , একজন ই সে-
আল্লাহ্ । সে আল্লাহ্  । সে আল্লাহ্
সে আল্লাহ্  , সে মহা প্রভু
আছে তার মহা শক্তি ,
শুধু তিনিই মালিক চাইলে পাবে মুক্তি ,
তা না হলে খাইবে ধরা , তুমি যতই খাটাও যুক্তি ।
এই ধরা কারো স্থায়ী ঠিকানা নহে ,
হারিয়ে কাঁদে কত শত লোক ,
কেউ হারায় মা , কেউ আবার বাবা ।
কত শত লোক আছে , যাদের বাবা আর মা রয়ে যায়-
ধরণীতে , অথচ সন্তান চলে ওপারে ।
কারো হারায় ভাই , কারো আবার বোন ;
কারো আত্বিয় স্বজন ।
এই বিধাতার লিখন ।


এই ধরা কারো স্থায়ী ঠিকানা নহে ,
এটা চরম সত্য কথা , কেউ থাকবেনা এই ধরায়
যেতে হবে সকলের দুদিন আগে পরে
যাবার আগে উচিত সবার কর্মে র কথা ভাবার !
কর্মের ফলে মিলবে সর্গ
কর্মে ই মিলবে নরক