মনের গতি
আল-আমিন রানা
*========*


✍ চলার গতি থমকে যেতে পারে
  মনের গতি নয়___________
মন তো চলে মনের গতিতে ,
কারো কথা শুনতে মন বাধ্য নয় ।
উড়ে বেড়ায় মন যে আমার , যেথায় ইচ্ছে সে যায়
মন কে বন্দি করে রাখবে , এ সাধ্য কে পায় !
এই ধরণীতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই ;
আর মানুষের মাঝে যে তার মন বড়
  তার মনের চেয়ে বড় কিছু নেই ।
    এ কথা মিথ্যে নয় যে মন কর্তব্য রত !
     যে মন কর্তব্য রত নয় সে মন অনুপ ভোগ্য ।
মম এই মনের বাসনা দূর হতে দূরে আকাশে উড়ে বেড়ায় ,
মন যদি চায় তোমারে ,
কথায় আছ তুমি যনবে না সে ,
ক্ষণিকে ই পৌঁছাবে সে দূর হতে দূর অন্ত পুর ।