৭১ এর গল্প
আল-আমিন রানা


*========*
৭১ এর যুদ্ধে , যুদ্ধ করেছে কত লোক
রক্ত দিয়েছে আমার ভাই ।
ভুলবো না ৭১ তোমাকে
আমি কবিতায় সে কথা লেখে যাই ।


৭১ এর যুদ্ধে , হানাদার দের হাতে হারিয়েছে সম্ভ্রম ;
আমার কত মা বোন দিয়ে গেছে তাদের প্রাণ ।
তাদের কথা ভুলব না
ভুলব না ৭১ আমি তোমায় !
আমার সোনার দেশ-
আমার বাংলাদেশ ,
ভুলব না আমি তোমাকে
তুমি আমার মায়ের দেশ ।


হয়েছিল যুদ্ধ , ছিল কষ্ট দেশের মানুষের
তাদের মনে ছিল অনেক বেদনা !
তাদের ছিল ক্লান্তি অনেক ,
যুদ্ধের সময় চোখে ছিলো না ঘুম ।
খোদার কাছে প্রার্থনা ছিল তাদের !
আমরা কবে পাবো সুখ ?
তাদের কথা ভুলব না
ভুলব না ৭১ এর কথা ।


জাগো জাগো দেশবাসী জাগো জনগণ
শিশু হত্যা ও নারী হত্যা বিক্ষোভে আজ ।


যত পাকিস্তানী হানাদার বাহিনী এসে মোর দেশে
পশুর ন্যায় আচরণ করেছে তারা ,
আমার মা বোন এর সাথে ;
সেই পাকিস্তানী পশুদের মাঝে যাদের মুখ চেনা
তাদের তরে আমার মায়ের , বোনের , ভাইয়ের আছে চরম ঘৃণা-
ওরা আঘাত হেনেছে বাংলার বুকে ,
আমার বাংলাদেশে ।
ওরা ছিল ঘৃন্যে ব্যক্তি , ওরা বাংলাদেশের নয় !
অবশেষে যুদ্ধ হলো শেষ , স্বাধীন হলো দেশ ।
আমরা পেলাম স্বাধীন দেশ
আমার সোনার বাংলাদেশ।