কোথাও তাদের মাথা গোঁজার ঠাঁই নেই
আল-আমিন রানা
*========*


গ্রহশ্রেণী তে জন্ম নিয়ে ফুটপাতের উপর বেধেছি ঘর,
মনোমুগ্ধকর কোথাও গেলে সবে বলে দূরে সর!
এ ধরা দিয়েছে বহুত যাতনা, ক্লেশ এর তরে অক্লেশে বুক করে দর ফর।
তাই হয়তো সকলের নয়নে আমায় দেখায় ঝাপসা,
তথা কত শত লোকে খোসা বদলে করছে তাঁদের ব্যাবসা।
দরিদ্র পল্লীর মানুষের শাণিত জল করা অর্থের মূল্য নেই,
কোথাও তাদের মাথা গোঁজার ঠাঁই নেই!
থাকবার মতো একটি ভালো ঘর নেই।
প্রচণ্ড শীতের রজনী তীব্র কষ্টে কাটে, আয়েশে উষ্ণ হবে সুযোগ নেই।