অন্ধকার রাতের ভাবনা
আল-আমিন রানা
*========*


নিস্তব্ধ এই সময়ে ,
মম চার দেয়ালের বাহিরে অন্ধকার দিয়ে ঘেরা ,
চারপাশ নি-কোশ কালো !
ভাবনার দেশে আমি ,
বদ্ধ ঘরের মাঝে আমি এখন একা ।
নিস্তব্ধ এই সময়ে ,
বাস্তবতার কথা মম মস্তিষ্ক জুড়ে ,
পৃথিবীর তরে আমি আজ অতি সামান্য হলেও !
একদিন এ পৃথিবী মম চিন্তায় মগ্ন থাকবে ।
নানান মানুষ নানান মত প্রকাশ করবে আমাকে নিয়ে ,
কেউ ভালো কেউবা মন্দ ,
তাতে আমার কিবা আসে যায় !
নিস্তব্ধ এই সময়ে ,
আমি ভাবি বাস্তবতার মাঝে আটকে থাকা
সেই সকল মানুষ কে নিয়ে ।
পৃথিবী আজ কোথায় ?
বাস্তবতায় আজ হচ্ছে টা কি ?
এ ভুবন মাঝে মানুষ গুলো আজ কেমন জেনো হয়ে গেছে ।
কখনো খুব হাসি পায় ,
আবার কখনো নিরলে বসে নিজে নিজেই কাঁদি !
মম স্বপ্ন ত লুক্কায়িত আমাতে ,
কত লোক আছে যাদের স্বপ্ন গুলো আমার মত স্বপ্ন ই রয়ে যায় ।
নিস্তব্ধ এই সময়ে ,
ভাবনার দেশে আমি ,
বদ্ধ ঘরের মাঝে আমি এখন একা ।
নিজেকে কখনো খুব একা মনে হয় !
কখনো আবার মনে হয় আমিতো একা নই ,
অন্ধকার চারপাশ,নীরব নিথর !
আমার সাথে শুধু , এখন সময় জেগে আছে ;
জেগে আছে দেয়ালের ঘড়ি ,
ঘড়ির কাটা টিক টিক শব্দ করে কথা বলে আমার সাথে ।