কষ্ট
আল-আমিন রানা
*========*


কষ্টকে আমি ডেকে রেখেছি
আমার মুখের হাসি দিয়ে ,
দুঃখ আমি ভুলে গেছি সবার সাথে মিশে ।
এখন আমি কিছু ভেবে পাইনা
কিছু ভেবে না পেলেও , হয়তবা ভাবনাটা ই এখন আমার সঙ্গী !


পৃথিবীর কাছে আজ হয়ত আমি কলংক
কিন্তু আমি কিছুতেই বুঝাতে-
পারলামনা এই পৃথিবীকে , আমি কে ?
এই পৃথিবীর নিষ্ঠুর মানুষ বুঝলনা আমাকে !
আমার হৃদয় হতে আজ
নিজের অজান্তেই- জ্বরে যাচ্ছে মনের ফুল ।
কত লোকেইত তার তৃষ্ণার্ত শুকায় ,
যুবতির অভিরাম ব্রীড়ায়
আর আমার কথা প্রকাশ মিলে লোহিত ভোভা কান্নায় ।


দিগন্ত জোড়া সাজানো পৃথিবী ,
বয়স যাচ্ছে বেড়ে , আর হৃদয় যাচ্ছে ক্ষয়ে
জীবন সেত অস্তির , বিদ্বেষের রন !