কষ্ট ২
আল-আমিন রানা
*========*


সুখের অনুভূতি হয়না প্রকাশ সম্পন্ন ,
                     কষ্টের ছোঁয়া ছাড়া ।
পৃথিবীর তরে এই নগণ্য জীবন ,
              কষ্ট ছাড়া হয়না পরিপূর্ণ ।
এই জগত মাঝে
              দরিদ্র পরিবারে মম জন্ম ।
আজন্ম সুখের খুঁজে ঘুরতে ঘুরতে
                     আমি আজ ব্যথিত ।
দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে
    জন্ম নিয়ে সুখের স্বপ্ন দেখা পাপ ।
দরিদ্রতা আর সুখ ,
               একে অপরের বিপরীত ।
মম কষ্টের নেই কোনো মাত্রা ,
নব দিন আসবে তব
শুরু হবে কষ্টের যাত্রা ।
কষ্টের তরে বসবাস , মম চাওয়া অনিশ্চিত !
সুখের অনুভূতি হয়না প্রকাশ সম্পন্ন ,
                     কষ্টের ছোঁয়া ছাড়া ।
মম জীবন আজ কষ্টের এক অভিশাপ ।