আমার ভালোবাসার মূল্য
আল-আমিন রানা
*========*


কেউ যদি বলে আর কোন দিন -
আকাশে চাঁদ উঠবে না ,
আকাশে তারা জ্বলবে না ;
নদীতে জোয়ার আসবে না
এই ধমনীর বুকে মুক্ত বাতাস বইবে না !
কেউ যদি বলে আর কোন দিন -


কেউ যদি বলে আর কোন দিন -
নদীর স্রোতধারা বজায় থাকবেনা ,
সূর্যের আলো অন্ধকার কে দূর করবেনা ;
বসন্তের ফাল্গুন মাসে-
গাছে নতুন পাতা গজাবেন ।
কেউ যদি বলে আর কোন দিন -
কেউ যদি বলে আর কোন দিন -
মিষ্টি মধুর সুরে কোকিল ডাকবে না ।
গ্রীষ্মের মিষ্টি রোদে গায়ের বধূ হাসবে না !
গ্রামের ছেলে গুলো কনকনে শীতে আগুন পোহাবে না ;
কেউ যদি বলে আর কোন দিন -
পড়ন্ত বিকেলে কৃষক ঘরে ফিরবে না ,
কেউ কাউকে আপন করে
                           কাছে পেতে চাইবে না


এ সব কিছু আমি মেনে নিতে পারবো
কিন্তু কেউ যদি বলে আর কোন দিন -
আমি আমার প্রিয়া কে ,
                    আমার অসীম ভালোবাসার স্পন্দনে
স্থান দিতে পারবো না
আমি তা মেনে নিতে পারবো না
পারবো না ,পারবো না , পারবো না
কারন সে মিশে আছে ,
আমার চোখের প্রতিটি পলকে !
উষ্ণ ভালোবাসার স্পর্শে ।
সারা শীতল অসীম অনাবিল
                                ভালোবাসার বুকে
আমার হৃদয়ে কল্পনার নারী হয়ে ,
আমার মনে চিরো জীবন আমার হয়ে ।