অপেক্ষায় থাকো
আল-আমিন রানা


অপেক্ষায় থাকো , আসছি আমি ;
বর্ষা ঝরা অনন্ত এক রাতে ।
নব ফুটন্ত এক লাল গোলাপ হাতে
তুরঙ্গম নিয়ে রাজপুত্রের বেসে আসছি আমি ।
অপেক্ষায় থাকো তুমি , আসছি আমি ;


অপেক্ষায় থাকো , আসছি আমি ;
সবুজ শ্যামল ছায়া ঢাকা গহীন কোন গায় !
কলসী কাঙ্গে  নূপুর পড়া তোমার দুটি পায় ।
আসছি আমি ; অপেক্ষায় থাকো ,
তোমার ঐ অগোছানো বেশে !
শীতের হিমেল হাওয়ায় , চাদর দিয়ে গায় ।
আসছি আমি ;
অপেক্ষায় থাকো ,
তোমার ঐ সবুজ শ্যামল গায়ের কোনো বায় ,
বসন্তের দিনে কোকিলের গান হয়ে
আসছি আমি ;
অপেক্ষায় থাকো তুমি