শুধু তোমার অপেক্ষায়
আল-আমিন রানা
*========*


যার আশায় ব্যাকুল এমন !
যার তরে হৃদয় রয়েছে পড়ে ,
আমার এই মন যাকে নিয়ে স্বপ্ন দেখে !
আমার এই কবিতায় যার কথা লেখা ,
সে ত আর অন্য কেউ নয়
সে হলে তুমি মোর প্রিয়া ।


আজ আমার দুচোখ জুড়েই স্বপ্ন ,
যার হস্তে হস্ত রেখে
নতুন করে বাঁচার ইচ্ছে জাগে আমার ।
পুরানো সেই অতীত সৃতি কে ভুলে ,
যার তরে এ হৃদয় স্বপ্ন দেখে
সে ত আর অন্য কেউ নয়
সে হলে তুমি মোর প্রিয়া ।
অথচ তুমি প্রিয়া-ভিবেগের ধারণা রাখনা ,


তোমার পাগল এই আমি ,
আজ নিষিদ্ধ গলি/পল্লির রাজা ।
যার সাথে রোজ আমার কথা হত !
যার সাথে প্রায় আমার দেখা হত !
যার মনের সাথে হত আমার মন বিনিময় ,
সে ত আর অন্য কেউ নয়
সে হলে তুমি মোর প্রিয়া ।


অথচ আজ সুধু তোমাকে ভেবে ,
তোমার দেয়া দুশ্চিন্তার , চাদর আমার অঙ্গে মোড়ানো
তোমার সাথে জরানো সৃতি
ভুলতে না পাড়ায় ,
আমার মন খারাপের বিকেল কাটে এখন অবহেলায় !
শুধু তোমার কারণে , শুধু তোমাকে ভেবে ।


সেই অতীত সৃতি ভুলতে ,
আমার রাত গুলো হয়েছে নিকোটিন যুক্ত ।
তোমাকে গিরে আমার যে সৃতি ,
তা আজ কালো করে-নিজেকে ধংশ করার জন্য
১ টার পর ১ টা সিগারেট ফুঁকে যাওয়া ।
কেন আজ আমার ভিতর ঘরে সিগারেটের ধোয়া ?
আর আমার ঠোঁটে আগুন লাগানো জ্বলন্ত সিগারেট !
কার কারণে জানো ?
সে ত আর অন্য কেউ নয়
সে হলে তুমি মোর প্রিয়া ।


কন কনে শীতের রাত্রে , কম্পিত শরীলে
কম্বলের উষ্ণতা না নিয়ে , গভীর রাত পর্যন্ত জেগে
যার সাথে আমি কথা বলেছি
কার সাথে জানো?
সে ত আর অন্য কেউ নয়
সে হলে তুমি মোর প্রিয়া ।
যখন তুমি আমাকে ডাকতে , তখন আমি ভুলে যেতাম
শত ক্লান্তি , শুধু তোমাকে দেখার ইচ্ছায়
জানো কি প্রিয়া ?
আজও এ হৃদয়ে ঘরটি ফাঁকা
শুধু তোমার অপেক্ষায় !


লেখা-২৬/০১/২০১৯