কোথায় তুমি গেছো হারিয়ে
আল-আমিন রানা
*========*


কোন আশা নেই এ জীবনের নীড়ে ,
জানা নেই , আসবে কি সে ফিরে !
অতৃপ্ত আমি আজ , চলছি ধীরে ধীরে ;
ও প্রিয়া ,
বেচে আছি তোমার জন্য - তব স্বপ্ন ঘিরে ।
জানা নেই আমার আসবে কি তুমি ফিরে !
ও প্রিয়া ,
তুমি চাইলে সকল কালিমা মুছে দেবো ,
ভালোবাসা দিয়ে আনবো তোমায় মম নীড়ে ।
জানা নেই আমার , কোথায় আছো তুমি ;
আজ কোথায় তুমি গেছো হারিয়ে ?
কোন আশা নেই এ জীবনের নীড়ে ,
আজ কোথায় , কোন অজানায় তুমি গেছো হারিয়ে ?