নারী ৭
আল-আমিন রানা
*========*


যেথা যত নারী ,সেথা ততই উশৃঙ্খল
এ নারীর দোষ নয় !
আমি বলবো না এ নারীর গুন ।
এ এক অনিয়ম  উশৃঙ্খল !
এ নারী জাতি টাই জেনো অদ্ভুত ।
নারী কারো সাথে করে খেলা ,
কারো তরে নারীর বড় অবহেলা ।
এ নারী কখনো সাজে  লক্ষি প্রতিমা ,
অন্যথায় হিংসার ক্রোধে জ্বলে ,
এই নারী ত আমার মা , এই নারী আমার বোন !
সকল নারী সকলের তরে , কারো না কারো আপনজন ।