জারজ কেন ঐ শিশুটি
আল-আমিন রানা
*========*


জা রোজ কেন ঐ শিশুটি কি দোষ ছিলো তার ?
তুমি আর আমি ,
আমি আর তুমি মিলে করি আনন্দ ফুর্তি !
যার ধরুন তোমার গর্ভে আসে শিশু নামক তাজা মূর্তি !
            আমি বাবা ,
                         তুমি মা ,
             আমরা দুজনেই ত আছি ,
তুমি আর আমি , আমি আর তুমি দুজনেই আনন্দে ভাসি ;
বিয়ে না করেই দুজন পাপের রাজ্যের হাসি !
          তোমার আমার পাপের ফসল ঐ শিশুটি আজ ,
দুষি  তুমি আর আমি !
তবে ঐ শিশুর দোষ কি ?


কেনো আজ ঐ শিশুটি আবর্জনায় পড়ে রয় !।
এই সমাজের লোক তারে জারজ কেনো কয় ?
পথের পাশে পড়ে থাকা ঐ আবর্জনা থেকে
যখন কোনো শব্দ বেরিয়ে আসে ,
আবর্জনা পানে তাকাতেই  একটি শিশুর ছবি আঁখিদ্বয়ে ভাসে ।
এমন দৃশ্য দেখলে আঁখি হতে অজর ধারায় জল গড়িয়ে আসে ,


পথের দ্বারে পশু পাখি আর জীব জানোয়ার ;
খাওয়ার জন্য হর্নি হয়ে শিশুকে করছে তারা ।
ক্ষুধার জ্বালায় শিশুটি তখন কাঁদছে উড়া-দূরা
কি অপরাধ ঐ অবুঝ শিশুটি র  ?
                এমন কেনো করলে !
এই যদি ইচ্ছে ছিলো শিশুটিকে কেনো এই ধরাতে আনলে !
একটু কি তোমার কষ্ট হয়নি ?
তোমার বিবেক দেয়নি বাধা ?