নারী ১২
আল-আমিন রানা
*========*


তুমি নারীর কারণে আমি আজ বিধ্বস্ত  ,
বোমার বিস্ফোরণে একটি শহরের মত ক্ষত নয় !
তার চেয়ে বেশি ক্ষত আজ আমার হৃদয় মাঝে ।
শুধু তুমি নারীর তরে ই আমি আজ বিষাক্ত ,
যত বার নিজেকে সুদ্রে নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা ;
তত বারই তুমি নারী এসে মম জীবনে -
ক্ষণিকের জন্য রাঙিয়ে ,পুরো জীবনটা বিষিয়ে দাও ,
তুমি নারীর কারণে আমি আজ বিধ্বস্ত ,
কেনো , কেনো , কেনো ,
কেনো আজ আমার ন্যায় এমন টি করছো ?
কি অপরাধে আমাকে এ শাস্তি দিয়ে ,
অস্থিরতায় ভোগাচ্ছ !
তুমি নারীর কারণে আমি আজ বিধ্বস্ত ,
সুখের বার্তা নিয়ে যদি, তুমি নারী-
নাহি আসবে মম এই জীবনে !
কেনো মিথ্যে অভিনয়ে ছলনার জাল বুনো আমাতে ?