নারী ৯/ মানুষ
আল-আমিন রানা
*========*


বলো দেখি এ জগতে মানুষ বলিবে কারে ,
এ সমাজে ঘুরে আমি , মানুষ খুঁজে পাইনা-রে !
যদিও তথা বিজ্ঞ/জ্ঞানী মানুষ লুকিয়ে রয়েছে এ ধরাতে ।
যখন আমি ছোট ছিনু ,
মেয়েদের প্রতি ছিলো অঘাত সম্মান !
সানি-লিওনের কান্ড দেখে আমার হৃদয়ে লাগে আগাত ।
নারীর প্রতি সম্মান কমেছে , তা কিন্তু নয় !
এই সমাজে নারীকে সম্মান দিতে একটু ভাবতে হয় ।
মানুষ , মানুষ , মানুষ , মানুষ , হায়রে মানুষ
যার আছে হুস , সেই তো মানুষ ।
তথা সকলেই বে হুস ,
তারা কেউ নয় মানুষ ।