নারী তুমি অদ্ভুত
আল-আমিন রানা
*========*


তুমি নারী , তুমি মায়াবিনী ,
মায়াতে বরা তোমার মন !
ও নারী তোমার আখিঁতে রয়েছে কি জাদু ?
তোমার মায়ায় আজ আমি হয়েছি কাবু !
ও নারী তুমিই ত সেই মেয়ে ,
যে আমার (OT) অপারেশন থিয়েটারে দেখা প্রথম ক্রাশ ।
ও নারী তুমিই ত সেই মেয়ে ,
যে আমার (৪০) চল্লিশ সেকেন্ড এর আস্শাষ ।


ও নারী সুন্দর তুমি , মায়া বরা তোমার মুখ
যত বেশি দেখি তোমায় , হৃদয়ে লাগে সুখ ।
তোমাতে যখন তাকাই আমি ,
আমার চোখে তোমার তিলকের-
এক ফ্রেম ভেসে উঠে !
আমি মুগ্ধ হয়ে তোমার তিলক পানে তাকিয়ে থাকি
আমি দেখি তোমার ঐ মায়াবী মুখ ।
ও নারী তুমি সত্যিই সুন্দর
সুন্দর তোমার মন ।
চাইনা তোমার ঐ সুন্দর দেহ (আমার/আমি)
চাই তোমার ঐ সুন্দর মন ।


ও নারী তুমিই ত সেই মেয়ে ,
যে রাগলে তার নাকের ডগায় ঘাম জমে !
যে হাসলে তার ঠোঁট কথা বলে ।