নারী ১৪
আল-আমিন রানা
*========*


প্রিয়তমা কলিজা ,
আজ তোমায় আজাদ দিলাম ,
হ্যাঁ তোমাকে আজ সত্যিই মন থেকে আজাদ করে দিলাম ;
এই আমি সুখে থাকবো বলে নয় !
তব কথা ভেবে , শুধু তুমি সুখে থাকবে বলে-
আমাকে ঠকিয়ে মম জীবন টা করেছো বিষাক্ত ।
তাতে মোটেও দুঃখ নেই আমার ,
চাই , তুমি সুখে থাকো , ভালো থাকো !
তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম ।
তার প্রতিদান আমাকে এ ভাবেই দিলে !
হয়তো এটাই ছিলো মম প্রাপ্তি -
আমি ভুলে গিয়েছিলাম , আমার স্বপ্ন দেখা বাড়ন ।
আজ আমার পৃথিবীতে আমি একা ,
চারপাশে সবাই আছে তবুও আমি বড় অসহায় !
প্রিয়তমা কলিজা ,
তোমায় মুক্তি দিলাম ,
কি করবো বলো ?
আমিতো তোমার মিথ্যে প্রেমের কাছে হেরে গেছি ,