তুমি আমি
আল-আমিন রানা
*========*


তুমি আমি ছিলাম যতোটুকু কাছাকাছি ,
আছি কি এখনও ততোটুকু কাছাকাছি দুজন দুজনার ?
নাকি বেড়েছে দূরত্ব অনেক !
বলতে পারবে কি তুমি , ন বলে দেব আমি ?
যেনে বুঝে করেছ তুমি যে ভুল
কখনও কোনদিন দিতে পরবে কি সেই ভুলের মাসুল ?
ভুলের কারনে হারিয়ে ফেলছো তুমি আমায় ।


দেবনা দেখা কোনদিন তোমায় , যদি না চাও মন থেকে তুমি আমায় ।
যতোটুকু দূরে যাচ্ছি চলে আমরা দুজন দুজনার
সত্যিই কি এসেছিলাম ততোটুকু কাছাকাছি ?
প্রশ্নটি করতে ইচ্ছে হল তোমাকে আমার
দুরে গেলে হয়ে যায় ছিন্ন
এমন সম্পর্ক গড়ো না কখনো ।
যতদিন থাকবে জীবন , ততোদিন থাকবে সে হয়ে আপন
কখনো যদি গড়তে চাও , সম্পর্ক গড়ো এমন ।
ছিন্ন হইবে না মরনেও , রইবে সম্পর্ক তেমনি
যতদিন থাকবে জীবন ততোদিন নাও থাকতে পাড়ি হয়ে আপন ।
তবুও ছিন্ন হবেনা হৃদয়ের বন্ধন !
কখনো যদি গড়তে চাও , সম্পর্ক গড়ো এমন ।
হয়ত বলার সময় এসেছে এখন
যতদিন ছিলে আপন ততোদিন কতোই না করেছে রং এ দুটি মন ।
এখন কেনো যাচ্ছো দূরে আমাকে ছেড়ে
সেই মনেই মিথ্যা ভয়কে জায়গা দিয়ে ।
হৃদয় দিয়ে আমি অনুভব করি যা , তোমার হৃদয়ে সত্যিই কি আছে তা ?
তুমি আমি দুজনে , জীবন হবে দুইটি কিন্তু পথ হবে একটি
একি মায়া যা যায়না কখনোই ভোলা ।