তুমি ভুল করোনি
আল-আমিন  রানা
*========*


কলিজা বলে সম্বোধন করে তুমি ভুল করোনি ,
সব কিছু থেকেও আজ তুমি এতিম !
এতিম বলে তোমায় অবহেলা করেনি ;
ভালবেসেছ বলে তোমায় কাছে রেখেছি -
আদর দিয়ে তোমায় যত্ন করেছি ।


কলিজা বলে ডেকে আমায় তুমি ভুল করোনি ,
ভালবেসেছ তুমি ,
আমিও ভালবেসেছি ।
ভুল করে যে আঘাত আমি করেছি তোমায় ,
তা ছিলো তব আচরণে কেনা ।
আমি জানি ,
তুমি সতত চেয়েছো আমাকে আকরে ধরে বাঁচতে !
তবে কেনো হিংসার জাল বুনেছিলে অন্তরে ?


তুমি ত জানো -
সর্বত্র আছে তব পক্ষান্তরে তুমি এতিম ।
আমিতো দুর্বলতা র সুযোগে অবহেলার জাল বুনি নি !
শুধু ভালবেসেছ বলেই
তোমাকে ভালবেসেছি ।