তোমার সৃষ্টি
আল-আমিন রানা
*========*


আকাশ টা কি দেখতে ধারুন
তাইত চেয়ে আছি ,
আকাশ পানে মেঘ জমেছে
দেখায় আরও ভারী ।


দেখ আকাশ পানে রংধনু দেখায় ধুসর নীল
এই দুপুর বেলা !
রংধনু গুলো গগন মাঝে করছে ধারুন খেলা ।
আহা দেখতে লাগছে ধারুন মজা ।
রাতের আধারে যখন আকাশে চাঁদ উঠে ,
তখন আকাশে থাকে লক্ষ কোটি তারা ।
কোটি তারার মাঝে একটি চাঁদ
গোলাপ হয়ে হাসে ।
দেখতে খুবই ধারুন লাগে ,
এই বিধাতার সৃষ্টি , বিস্ময়কর হয়ে থাকে ।


লেখা= ২৬/০৫/২০০৮